ঘৃণা তুমি করতে পারো
আমি তোমাকে ভালোবাসি!
বারিদ বরন গুপ্ত
ঘৃণা তুমি করতে পারো
আমি তোমাকে ভালবাসি !
ভালোবাসার রাস্তাগুলো বড্ড এবড়োখেবড়ো!
কারা যেন কাটা ছড়িয়ে দিয়েছে,
দিনরাত তাকিয়ে চলি
কি জ্বালা! তবুও দু-একটা বিঁধে যায়!
ভালোবাসা মধ্যবিত্তের আলো আঁধার!
ছাড়েনা আমায়,
জ্বালা কি কম?
মানে না নয়ন!
নির্লজ্জ জীবন!
করে জ্বালাতন
ভালোবাসা আজ কাটার স্বপন!!
ভালোবাসার এই দুনিয়ায়
উঁকি দেয় মোর আঙিনায়
ধ্বংসের কাছাকাছি!
ঘৃণা তুমি করতে পারো
আমি তোমায় ভালোবাসি!!
Barid Baran Gupta