জটিল জীবনের নাগপাশ থেকে
বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)
উদাসীন নয়ন খোঁজে জীবন
একটি অলস স্বপ্ন আর ঝঞ্ঝা বাতাস,
জটিল জীবনের নাগপাশ থেকে মুক্তির উল্লাস!
হারিয়ে যায় ফুরিয়ে যায়
অর্ধমৃত শরীরটা তবু ছাড়ে না আমায়,
সারাদিন বেচাকেনা করে হাটে বাজারে!
দিনের শেষে
টানতে টানতে ক্লান্ত শরীরটাকে
ট্রেনে হাঁচড়ে নিয়ে আসে বাসায়
অক্সিজেন যোগায় সারারাত !
বেঁচে উঠি বারবার!
অর্ধমৃত শরীরটা ছাড়ে না আমায়!
Barid Baran Gupta