#কবিতা – “সময়কে সাথী করে নাও”
কলমে বারিদ বরন গুপ্ত
(মন্তেশ্বর, পূর্ব বর্ধমান,)
সময় বড়ই মূল্যবান,
চঞ্চল অস্থির!
আপন বেগে বয়ে চলে,
অনন্ত কাল,অনির্দিষ্ট পথে,
সাক্ষী হতে উত্থান-পতনে
বিরাজিত এ বিশ্ব ভুবনে!
সময়টা বড়ই ছোট্ট!
কিন্তু পৃথিবীটা অনেক বড়।
সময়কে চাকর বানাও
চালাও আপন ইচ্ছাতে
চলোনা তাঁর ইচ্ছাতে!
আকাশে মেঘ আসে ভেসে,
সূর্য উঠবে ঠিক হেসে।
যতই বাধা আসুক সাথে,
পাড় হও আপন ইচ্ছাতে।
দেখবে আশার সাথে সাথে
হতাশাও এসেছে ঠিক পিছে,
আসুক না হতাশা আর ভয়,
সময়কে সাথী করে নাও
হবেই হবেই বিশ্ববিজয়।
Barid Baran Gupta