পৃথিবীর দর্শন দুঃখের প্রতিফলন
# কলমে বারিদ বরন গুপ্ত
(মন্তশ্বর , পূর্ব বর্ধমান, )
আমি দুঃখকেই ভালোবাসলাম,
পৃথিবীর সৃষ্টির ইতিহাস লুকিয়ে আছে
আত্মত্যাগ আর দুঃখের অনাবিল মোড়কে।
পৃথিবীর দর্শন দুঃখের প্রতিফলন!
যেদিকে তাকাই আজ সৃষ্টি!
রয়েছে দুঃখের অনাবিল বৃষ্টি।
রবীন্দ্রনাথ মাক্স প্লেটো সক্রেটিস
আরো কত হাজার হাজার
শেষ আছে কি বলো তার?
রচিয়া জীবনদর্শন ,
দুঃখ কেই করি আলিঙ্গন।
জ্ঞান শুধু দুঃখ ডেকে আনে,
তবুও মানুষ জ্ঞান কেই খুঁজে মরে
মাথা খুঁড়ে ,জানা অজানার ভিড়ে।
আমি দুঃখ কেই করিলাম বরন
পৃথিবীর সৃষ্টির সব ইতিহাস,
দুঃখই করেছে মহান।
Barid Baran Gupta