“জীবন থেকে দূরে”
বারিদ বরন গুপ্ত
জীবন থেকে দূরে
মানুষ চিনেছি কয়েকটা
সমাজকে চিনিচে অল্প
বারে বারে ঠকে যাই তাই!
হতাশ জীবন বেয়ে
আঁধার পথ ধরে
কুটিল হৃদয় থেকে
মাঝে মাঝে হারিয়ে যাই!
পালাবার পথ নেই ভাই!
মরি-বাঁচি
তবুও জিতি
আঁধারে আলো মাখি
বিধ্বস্ত হৃদয় নিয়ে
বারে বারে ফিরে আসি তাই!
Barid Baran Gupta