লক্ষ্যটা স্থির রাখো বন্ধু
বারিদ বরন গুপ্ত (মন্তেশ্বর পূর্ব বর্ধমান)
লক্ষ্যটা স্থির রাখো বন্ধু
উত্তাল সমুদ্র যখন সঙ্গী
পৃথিবীটা তাই
সহস্র বছর পুড়েছে
স্বর্গের বাসভূমি গড়েছে!
জীবনটা তাই ভাই
এখানে পুড়তে হয়!
বাঁচার আনন্দ যদি পেতে চাও
পুড়ে হও ছারখার
প্রাণ টুকু ধরে রাখো বারবার
শীতল বাতাস বয়!
পৃথিবীটাও একদিন বেঁচে ছিল
সৃষ্টির ইতিহাসে মেতেছিল
ইতিহাসের পাঠ নাও বারবার
সময়কে সাথে নাও
ধৈর্যের পরীক্ষা দাও হাজার হাজার বার
সূর্যটা ঘন কুয়াশায় মুড়ে যায়
জেগে ওঠে বারবার
পৃথিবীটা প্রাণ পায়!
লক্ষ্যটা স্থির রাখো বন্ধু
উত্তাল সমুদ্র-টাই সঙ্গী,
সময়কে সাথে নাও
হবেই হবেই জয়!
Barid Baran Gupta