Skip to content

টাটা নগর
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

বহু দিন পর আত্মীয়দের আমন্ত্রনে এলাম টাটা নগর
বেশি দিন নয়, কেবল মাত্র দু দিনের জন্য ।
সেই কবে দু-হাজার নয়ে এই নগরে এসেছিলাম,
আজ এসে পূর্বের সেই চেনা নগরটা লাগে যেন অন্য।
দিনে দিনে কত হয়ে গেছে রূপান্তরিত, আমার অজান্তেই,
আমি মনে মনে খুঁজলাম সেই চেনা রাস্তা গুলো,
মনে হল পাল্টে গেছে সমস্ত কিছু
পেলাম না কিছুই, খুঁজে খুঁজে এ মন যেন পাগল হল।
গ্রাম থেকে এসেছি নগরে, এসে মনে ভাবলাম
আমরা তো গ্রামের মানুষ, নগর-শহর থেকে কত পিছিয়ে আজও,
হাজার হাজার লোকজনের ভিড়, কত শত গাড়ি, ট্রেন-ট্রাম ছোটে।
কত্ত বড় বড় দালান বাড়ি, রাত্রেও যেন দিনের মতো আলো।
অবাক চোখে দেখলাম, আর ভাবলাম এখানে কতই ভালো,,
পরে মনে হল আমার সেই গ্রামের মুক্ত হাওয়া, গাছের ছায়া
পুকুর, পথ, ঘাট , ঐ নীল আকাশ, বন্ধুদের আবদার
নগরে নেই, গ্রামেই তো ও গুলো যায় পাওয়া।
ব্যস্ততার নগরে বেশিদিন থাকতে লাগে না আমার ভালো
শুধু কোলাহল , গাছের পাতায় কালি, আকাশে ওড়ে চিমনির কালো ধোঁয়া,
অচেনা কত পথের মাঝে পথ, পথে পথে অচেনা মানুষ
এক পথে গিয়ে ফিরতে মনে যেন আমার হতভম্ব হওয়া ।
আমি এলাম, নগর দেখলাম, দেখলাম নতুন অনেক কিছু
অবাক হয়েও মন -কেন যে করে আনচান, ফিরিবারে গ্রামে।
আত্মীয় স্বজন বাসলো আমায় কত ভালো, করল কত আদর,
যত্ন করে আহার দিলো ক-দিন ভালোবাসার দামে।
অনেক বছর পর এসেছি টাটা, আবার কবে হবে আসা
জানি না,…..জানি না আর আসা কী হবে আমার !
বাংলায় আমি বেশ ভালোই থাকি, বাংলার পথে চলি
তবু ও তো ভাই মন চায়, মাঝে মধ্যে শহরে বা নগরে আসার।

SIDDHESWAR HATUI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *