স্বপ্নে দেখা আমার রানি।
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
কোথা যাবো কোন অচিন দেশে
কোন সাগরে ডিঙায় ভেসে,
মন সমুদ্রে ঢেউ আছড়ে পড়ে
যেতে চায় ছুটে তোমার পাশে।
জানি না তুমি কোন প্রান্তরে
একলা দূরে যাচ্ছো সরে
পেতাম যদি তোমার দেখা
লাগতো না নিজেকে এত একা ।
কত উড়ো চিঠি লিখেছি তোমায়
আজও উত্তর দাওনি আমায়।
তুমিতো আছো মহা সুখে
বেদনা আমার বুকে বেঁধেছে বাসা
ঠিকানা তোমার আজও অজানা
আমার বৃথাই এ জীবন ষোলোআনা,
একদিন তোমার দেখা পাবো জানি
সেই স্বপ্নে দেখা আমার রানি।
SIDDHESWAR HATUI