উচ্চে বিরাজমান যে জীবন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
মহা উচ্চে বিরাজমান যে জীবন
অজ্ঞাত যাদের মাটির সোঁদা গন্ধ,
মাটির মানুষের খবর নেওয়া
যাদের আজও প্রয়োজনের বাইরে !
মাটির কান্না স্পর্শ করে না তাদের হৃদয়।
নাম না জানা কত ফুলের বাহার
থেকে যায় তাদের জীবনে অজানা।
এই মাঠ, ঘাট , পথের ক্ষত যাদের পড়ে না চোখে
তাদের প্রকৃতিকে হয় না চেনা।
ঐ ঘন বনে গাছেদের মেলা হয় না দেখা,
ভ্রমরের গুঞ্জন, পাখির কূজন পায় না শুনতে,
তাই,…মাছের পোনা আর ব্যাঙের ছানা
তফাৎটা আজও তারা পারে না ধরতে !
তারা শুধু পারে আত্মচেতনার অর্থ বুঝতে।
পারবে যেদিন ঠেকাতে মাথা এই মাটির বুকে
মেলাবে যেদিন এই মাটির মানুষদের সঙ্গে হাত,
বুঝবে ব্যথা, শুনবে কথা, করবে পাশে থাকার অঙ্গীকার
দেখবে সেদিন থাকবে না আর ভালোবাসার হাহাকার।
ভেবেছো যা আমার বলে সে তো তোমার নয় !
করলে যেটুকু রইবে পড়ে, দখল করবে অন্য জনে
শেষের দিনে মায়ের কোলেই ঘুমাবে নিশ্চয় ।
SIDDHESWAR HATUI