ভাঙবে এ হৃদয়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
কত ফুল ফুটে আছে দেখো
সুন্দর ঐ গগন কাননে,
ভেবেছিলাম একটি তুলেএনে
গুঁজে দেবো তোমার কানে।
ভেবেছিলাম ফুলের যত সুরভি
এনে ঢেলে দেবো তোমার অঙ্গে,
সোনার হরিণটা ধরে উপহার দেবো
মৃত্যঞ্জয়ী মালা দেবো তার সঙ্গে।
ফসল ভরা মাঠ , ফলের আস্ত বাগান
থাকবে তোমার প্রাসাদ প্রাঙ্গণে।
রাজবধু সাজে সাজবে তুমি
পরিচারকেরা করবে কাজ তোমার নকশা দানে।
পারলাম না এত কিছু এনে দিতে
তুমিও ঠিক এহেন চাওনি বোধ হয়!
যেটুকু পেরেছি দিতে তাই তো আমার
এর বেশি দেখবে চেয়ে ভাঙবে এ হৃদয় ।
SIDDHESWAR HATUI