বন্ধু তোমার অপেক্ষায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
কোন কোন প্রতীক্ষা অত্যন্ত কষ্টদায়ক
জীবনের অবসান প্রান্তেও শুধু কাঁদায় !
যে জন আশা দিয়ে চলে যায় লোকান্তরে,
কোন ব্যথা তার হৃদয়কে পারে না ভেদ করতে।
মনে পড়ে ….যে দিন তুমি দূরে চলে গেলে
সেদিন তুমি বলে গিয়েছিলে…. আসবে ফিরে,
এলে না তো আর ফিরে আপন নীড়ে !
একবারও দেখলে না চেয়ে কত দুঃখে স্বজন আছে বেঁচে ।
উঠোনে যে চারা গাছটা তোমার হাতে লাগানো,
আজও তোমার অপেক্ষায় !
জল না পেয়ে কেমন যেন মাধুর্যহীন হয়ে
চাতকের মতো আকাশ পানে চেয়ে !
তোমার হাতে গড়া ফুলের বাগানটা
অপেক্ষায়…অপেক্ষায়…. আগাছায় গেছে ভরে ।
কত পাখির দল শুনিয়ে গেল গান, তবুও….
শুধু বয়ে চলে ঝড়….তুফান….স্বজন প্রাণে ।
থামে না কান্না,
অপেক্ষা কাঁদে আজ বিচ্ছেদ যাতনায় ।
আজ কত স্মৃতি ভাসে আকাশে বাতাসে
নীরবে তারা কাঁদে বেদনায়……….
অপেক্ষায়……নিস্ফল অপেক্ষায়… তোমার অপেক্ষায়।
SIDDHESWAR HATUI