তুমি এলে না হয়ে দৃষ্টি
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া
কলিজায় করলে আঘাত
বিস্মৃত হইনি আমি।
উন্মাদের মতো ছুটেছি
মরীচিকার মোহে ।
পুঃনপুঃন সমানে করেছি
অগোচরে ভুল।
বারেক ফিরে চাইলে না তুমি !
দুর্দশে শুষ্ক পড়ে থাকা নদীতে
হলে না তুমি জল।
বোবা চোখে তুমি এলে না
হয়ে দৃষ্টি !
আঁধারের রঙ পাল্টে দিলে না
পূর্ণিমার চাঁদ হয়ে।
আঘাতের স্রোতে ভেসে
পূর্ণতা আসবে জানি ।
সেদিনের প্রাচীন আঘাত হতে
বিস্মৃত হব না আমি।
SIDDHESWAR HATUI