*নৃত্যভঙ্গিমায় প্রকৃতির দোল উৎসব উদযাপন*
দোল পূর্ণিমার পূণ্য তিথিতে চাঁদের মায়াময় আলোয় উজ্জ্বল হয়ে ওঠে দোল উৎসব। প্রকৃতি তখন পলাশের গালিচা বিছানো প্রাঙ্গণে দোল উৎসব উদযাপনের তোড়জোড় শুরু করে দেয়।
দোল উৎসব মানেই চতুর্দিক আবিরের ঘ্রাণে বিভোর। সেই সঙ্গে রবি ঠাকুরের গান আর বসন্ত-বাহার রাগ মিলেমিশে এক অদ্ভুত সুরের মূর্ছনার জন্ম নেয়। কোকিলের কুহুতানে যেন কত্থক নৃত্যের বোল, সেখানে আমোদ,তোড়া,টুকরা,পরণের সমাবেশ। পলাশ-পারুল-শিমুলের রঙে ছন্দের ওঠানামা। তরুদলের নবপল্লবের আন্দোলনে ঠাট এর সঙ্গে কসক-মসকের মিলন। রঙিন বসন্তে প্রকৃতির রঙিন উপাদানের মধ্যে থাকে গৎ এর চলন আর গৎভাও এর ভাবাবেগ। আর রবি ঠাকুরের গানের সঙ্গে থাকে নানারূপ নৃত্য বিভঙ্গ। প্রকৃতি জুড়ে যেন এক লীলায়িত অঙ্গভঙ্গির লীলাখেলা। এই লীলাখেলার মাধ্যমেই প্রকৃতি উদযাপন করে দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব।
© প্রিয়াঙ্কা ঘোষ ✍️
Priyanka