ফকির
অমিতাভ মুখোপাধ্যায়
পৌষ ফাগুনের মেলায় হারিয়ে
গিয়েছিলাম একদিন
কিছুতেই বাড়ি ফেরার পথ খুঁজে
পাচ্ছিলাম না
স্মৃতিকে পীড়ন করেও
হদিস পেলাম না নিজের ঠিকানার
অন্তর আত্মার কাছে জানতে চাইলাম
তুমি কী জানো কোন পথ ধরে গেলে
নিজের ঘরে ফিরে যেতে পারি
সে জানালো –
তোমার কোন ঘর নেই
প্রিয়জনও নেই
তাহলে পিছনে যা কিছু ফেলে এলাম –
সবই ব্রাত্য
উপেক্ষিত?
হ্যাঁ, নিজেকেই প্রশ্ন করে দেখো না
তোমার অতীত তোমাকে কী দিয়েছে
তুমিই বা তোমার বর্তমানকে কী দিলে
কিছুই না –
তাই তোমার ভূত-ও নেই, ভবিষ্যৎ-ও নেই
একদা বেনা বনে মুক্ত ছড়াতে চেয়েছিলে না
ওগুলো আসলে মুক্তো নয়,
নকল সোনাও নয়
এক ঠিকানা বিহীন
অক্ষমের নিষ্ফল ক্রন্দন মাত্র
যা পাতে দেবার যোগ্য নয় l
অমিতাভ মুখোপাধ্যায়