Skip to content

Amitava Mukhopadhyay

IMG 5wzm06 removebg preview

ফকির
অমিতাভ মুখোপাধ্যায়

পৌষ ফাগুনের মেলায় হারিয়ে
গিয়েছিলাম একদিন
কিছুতেই বাড়ি ফেরার পথ খুঁজে
পাচ্ছিলাম না
স্মৃতিকে পীড়ন করেও
হদিস পেলাম না নিজের ঠিকানার
অন্তর আত্মার কাছে জানতে চাইলাম
তুমি কী জানো কোন পথ ধরে গেলে
নিজের ঘরে ফিরে যেতে পারি
সে জানালো –
তোমার কোন ঘর নেই
প্রিয়জনও নেই

তাহলে পিছনে যা কিছু ফেলে এলাম –
সবই ব্রাত্য
উপেক্ষিত?
হ্যাঁ, নিজেকেই প্রশ্ন করে দেখো না
তোমার অতীত তোমাকে কী দিয়েছে

তুমিই বা তোমার বর্তমানকে কী দিলে
কিছুই না –
তাই তোমার ভূত-ও নেই, ভবিষ্যৎ-ও নেই
একদা বেনা বনে মুক্ত ছড়াতে চেয়েছিলে না

ওগুলো আসলে মুক্তো নয়,
নকল সোনাও নয়
এক ঠিকানা বিহীন
অক্ষমের নিষ্ফল ক্রন্দন মাত্র

যা পাতে দেবার যোগ্য নয় l

IMG_-5wzm06-removebg-preview.png

অমিতাভ মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *