ভালোবাসা বোঝেনা…
শ্রী রাজীব দত্ত
ভালোবাসি কি, বাসি না?
তা আমি জানিনা,
তোমায় পাবো কি পাব না?
সেই নিয়েও আমি ভাবি না।
যদি হও তুমি আমার,
যদি হও শুধুই নিজের,
তবে তোমাকে আমি হারতে দেব না।
কবে যে আঙুলে আঙুল রেখে,
হেঁটে গেছি সেই সীমানার পথ ধরে,
তুমি আমি একই থাকবো,
মনে মনে, এক জনমের অঙ্গীকারে।
তুমি হয়তো এই ভালোবাসা বোঝনা,
আমিও যদিও,
ভালোবাসার মিথ্যে ডালি সাজিয়ে
তোমার হৃদয় কে, কুলোসিত করিনা।
তাই হয়তো তুমি, এই ভালোবাসাই বোঝনা।
আমার কাছে ভালোবাসা মানে
একা একা মনে, সংগোপনে,
সারাটা দিন তোমার কথাই ভাবা,
হৃদয়ের মরুভূমিতে, তোমার ছবি আঁকা।
তুমি এ হৃদয় ছিলে, আগামীতেও তুমি,
তবে সত্যি আমি জানিনা,
কতখানি তোমায় ভালোবাসি, তার পরিধি খুঁজিনা।
শ্রী রাজীব দত্ত