ফাগুন তুমি
আগুন রাঙা হয়ে
প্রেম জাগালে
আমার মননে।
তাই তো আমি
প্রস্ফুটিত হোলেম
পুরুলিয়ার বনে বনে।
রাঙিয়ে দিলেম
দিগ্বিদিকে
রঙিন আভরণে।
প্রেম পিরিতিতে
লাগুক প্রেমের রঙ
তোমার আমার
দোঁহার মননে।
মাতিয়ে দিলে
মৌ পিয়াসা কুঞ্জে কুঞ্জে
গুনগুনিয়ে গুঞ্জরনে
আজ রাঙা পলাশের বনে বনে।
– – – () – – –
ছবি ঋণ – – সীমা সান্যাল
বিকাশ চন্দ্র মণ্ডল , পুরুলিয়া