প্রাণের ভাষা বাংলা ভাষা
✍️মোবারক মন্ডল
#আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বাংলা আমার মায়ের বুলি
খোদার প্রিয় দান,
বাংলা আমার কথার কলি
শহিদদের অব দান।
বাংলা ভাষায় কথা বলি
এই ভাষাতেই পথ চলি,
বাংলা ভাষায় স্বপ্ন দেখি
এই ভাষাতেই ছবি আঁকি।
বাংলা আমার মায়ের ভাষা
জন্ম থেকেই বলছি কথা,
মোদের গর্ভ, মোদের আশা
বাংলা মোদের প্রানের ভাষা।
বাংলা আমার মাতৃ ভাষা
বাংলা আমার হূদয়ে গাঁথা,
বাংলা ভাষার অমর্যাদায়
মনে প্রাণে জাগায় ব্যথা।
বর্ণ পরিচয় বাংলা ভাষায়
আমার প্রথম হাতে খড়ি,
বাংলা আমার মধুর ভাষা
সর্বদাই শ্রদ্ধা জ্ঞাপন করি৷৷
বাংলা ভাষায় বলতে কথা
কিসের এত লজ্জা,
বাংলা ভাষার কাছে সকল
ম্লান বিদেশি ভাষার সজ্জা।
তাই বাংলা ভাষা ভালোবাসি
বাংলাতেই বলি ‘তোমায় ভালোবাসি’ ।
মোবারক মন্ডল