আমরা ফুল মালা বিক্রি করি – – –
পলাশ ফুলের মালা
বিকাশ চন্দ্র মণ্ডল
গদীবেড়ো, রঘুনাথপুর, পুরুলিয়া
নাও গো তোমরা – – –
আমাদের ছোট্ট ছোট্ট হাতে গাঁথা
একটি সুন্দর পলাশ ফুলের মালা।
মোরা আর কি দিতে পারবে বল ?
পুরুলিয়া যে কইসে রুখাসুখা জেলা।
বর্ষাকালে ভালো বৃষ্টি হয় না
গ্রীষ্ম কালে দাবদাহ আর খরা ।
চারপাশে কাঁকুরে মাটি আর পাহাড় ঘেরা
ভরিয়ে দিলে স্নেহ ভালোবাসায়
ভুলতে পারি মনের চাপা দুঃখ – ব্যথা।
কেঁদ পাকা, মহুয়া ফুল আর কচড়া
শোনাতে পারি ঝুমৈর লোক গাথা।
ছৌ মুখোশ, পরে ছৌ নাচ দেখাতে পারি
আবারো আসবে যখন চড়িদা ঘুরিফিরি।
ঘুরাতে পারি বন্দী ভারতীয়দেরই তৈরি ” সাহেবদের বাঁধ ”
আর দেখলে ভালো লাগবে নিশ্চয় সায়েন্স মিউজিয়াম।
ভাদরে ভাদু , ছাতা পরব আর পৌষে টুসুর গান
ভরিয়ে দেবে তোমাদের সকলের মন ও প্রাণ।
বিকাশ চন্দ্র মণ্ডল