একটু একটু যাচ্ছে সময় ছিঁড়ে
একটু একটু যাচ্ছে স্বপ্ন উড়ে,
অনেক কিছু হয়নি এখনো দেখা
অনেক কিছু হয়নি আজও লেখা।
#
সামনে আছে অচেনা বহু পথ
পথের বাঁকে রহস্যময় টিলা,
পূর্ণিমা চাঁদ ডুববে অথৈ জলে
না বলা কথা আসছে গল্প ছলে।
#
কথায় কথায় অনেক জটিল ধাঁধা
উত্তর আসে সহজ অথবা জটিল,
যাচ্ছে বোঝা সব কীভাবে হয়,
এগিয়ে এসো হবেই অন্য জয়।
মহীতোষ গায়েন