নারী দিবস তখনই সফল হবে যখন নারীরা নিরাপদ সমাজ পাবে
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বলেছেন, “একটি গাড়ির দুইটি চাকা সমানতালে না চললে যেমন গাড়িটি ঠিকমতো চলতে পারেনা, তেমনি নারী -পুরুষ সমানভাবে না এগোলে একটি সমাজ চলতে পারেনা ”
এখন নারীরা সমানতালে কাজ করতে গেলেও নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদের থাকতে হয়। কারণ আমাদের সমাজ এখনো নারীদের নিরাপত্তা জোরদার করতে অক্ষম।
নারী জাতি আসলেই অদ্ভুত এক জাতি। তারা তাদের ক্যারিয়ার – স্বপ্ন বিসর্জন দেয়, অন্যের স্বপ্ন পূরণ করতে। বর্তমানে কিছু প্রত্যন্ত এলাকার নারীরা তাদের সাংসারিক জীবনেই আবদ্ধ করে রাখে। এর বাইরে যে একটা জগৎ আছে, এটা তারা জানেও না।
বর্তমানে নানা চ্যালেন্স মোকাবেলার জন্য নারী পুরুষ উভয়কেই সমানতালে এগোতে হবে। তাই নারীদের উদ্ভুদ্ধ করতে হবে, তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমস্ত অন্যায়ের প্রতিবাদে নারীদের রুখে দাড়াতে হবে। তাদের বলতে হবে – আমরা নারী, আমরাও সব পারি।
তাই বলা যায়, নারী দিবস তখনই সফল ও সার্থক হবে যখন নারীরা নিরাপদ একটি সমাজ পাবে।
প্রিতময় সেন