Skip to content

কবিতা

কবিতা
একদিন এইভাবে
-সাহেব মান্না

একদিন চলে যাবো
পৃথিবী ছাড়িয়ে ,
চাওয়া পাওয়া শূণ্য করে,
অসমাপ্ত দীর্ঘ অজানা পথে।

একদিন সন্ধ্যে বেলায়
দুচোখের শ্রাবণ ধারায় ,
গড়িয়ে যাবে রাত ,
অন্ধকারের কালিমায় ।

শান্তির বিশ্রামের আশায়
দিনশেষে পাখিরা ফিরে আসে
নিজের বাসায় ;
আমি তখন শূণ্য হাতে
পৃথিবী ছাড়িয়ে ,
চলে যাবো একদিন না ফেরার দেশে।

একদিন এইভাবেই-
চলে যাবে সবাই পৃথিবী ছাড়িয়ে।
কিছু ব্যথায় কিছু প্রাণের
খোলামেলা চিন্তা ভাবনায় ।

সাহেব মান্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *