মনের গগনে….
✍️কিশলয় মিত্র
মনের গগনে ঝাপসা মেঘ জমে যখন,
সুরঞ্জনা-মনীষা কিংবা শঙ্খচিল এসে আসর জমায়-
পাশে বয়ে চলা ধলেশ্বরী কিংবা ধানসিঁড়িটির তীরে ;
অপলক দৃষ্টিতে চেয়ে থাকে,
চেয়ে থাকি-হাজার বছরের প্রতীক্ষা নিয়ে
তারই পানে।
যেন দেখিয়াছি তারে, হাজার বছর ধরে
আরও ঢেঁড় রজনীর অন্তিম প্রভাতে-
লাল পেড়ে শাড়ি,
আলতা রাঙা পায়ে নদী ঘাটে।
গভীর তিমিরে বসে ভাব জমাইয়াছি
তারই সাথে ;
মিষ্টিহাসি-স্থিরদৃষ্টি-বক্রচাউনি-ঘনকৃষ্ণ এলোচুল
চিনাইয়া ছিল তারে।
রাত্রি বেড়ে হয় পাহাড় প্রমাণ।
কলে পড়া জন্তুর মতো হৃদয়টা-
মুসড়ে ওঠে,
মনের মেঘ ভারি হয়ে ঝরে পরে
বর্ষাপ্লাবিত যৌবনা নারীর মতো।
হালকা লাগে নিজেকে ;
মনের স্থিরদৃষ্টি-র কাছে নিজেকে
সঁপে দিয়ে
খুঁজতে চাই,চেয়েছি, বেঁচে থাকার
নিশ্চিত আশ্রয় ;
প্রতি অন্তিম রজনীতে আজও তারে
💐’সুপ্রভাত’💐জানায়।
কিশলয় মিত্র