কবিতা
ইচ্ছে পাখি
-সাহেব মান্না
যদি হতাম তোদের মতো
উড়ে বেড়াতাম তোদের সাথে ।
আর মাটিতে ফিরে হেঁটে চলে
ফসলের দানা কুড়িয়ে খেতাম,
সুন্দর ঠোঁটটি দিয়ে মনটি ভরে।
যদি হতাম তোদের মতো
পুকুর নালা খাল বিলেতে
স্নানটি সেরে বেজায় খুশি ।
যদি পেতাম তোদের মতো চঞ্চল মন
চলে যেতাম তোদেরই সাথে নিরুদ্দেশ ।
চেনা জীবনের অচেনা জীবনের
হাতছানি দিয়েছে ব্যাকুল ভাবে।
আমি পাখি হয়েই স্বপ্নের মতো
বেঁচে যেতে চাই এই ধরণীর তলে।
সাহেব মান্না