Skip to content

কবিতা

কবিতা
আহত প্রেমের কথা
-সাহেব মান্না

মম প্রেম রক্তে রাঙিল
প্রভাতের উদিত সূর্যে ।
অন্তরে থাকা আহত সুখ
বিদায়ের ব্যথা সিক্ত করে ।

তবু আজও পাশাপাশি
বিচ্ছিন্ন এলাহি শবদেহ ।
নিথরে মোরা সঙ্গী হয়ে
চিরদিন থাকি এক হয়ে ।

অস্ফুটে নিবিড় কথা
বাহিরে ভীষণ প্রিয় ।
মম প্রেম নীরবে শায়িত
বাহারিত কুসুম -উদ্যানে।

ভালো আছো প্রিয় ?
শুধু একটি বারের তরে কথা কও —
বিবর্ণ বিশ্ব আজ বড়ই একা
রূপ-রস -গন্ধহীন চতুর্দিক উপেক্ষিত ।

মম নিবিড় সুখ প্রেম
ছড়িয়ে ছিটিয়ে তোমারই তরে,
বিশ্ব-ধরণীর আকাশে বাতাসে
প্রতিধ্বনি করে ভালো থেকো প্রিয় ।

সাহেব মান্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *