Skip to content

কবিতা

কবিতা : আসতে যদি সময়মতো
সত্যেন মন্ডল

যদি তুমি একবার সামনে এসে দাঁড়াতে
বসন্তের বাতাস আগের মতোই
পত্র-পল্লবে শিহরণ তুলতো
প্রত্যূষে’র শিশিরের ঘ্রাণ
চোখে বিষাদের আবেশ
মুছে দিত।
কুহু কুহু কোলাহলে ভ’রে যেত প্রাণ
লক্ষ কোটি নক্ষত্র উঠত জ্বলে ।
* * *
পথ পানে চেয়ে চেয়ে হয়েছে জীবন যার
হিসেবি হতে হতে বেহিসাবী ;
একটু আশার বাসর সাজিয়ে
যে মেয়েটি মনের বনে স্বপ্ন বুনেছিলো
জীবনে যার উঠেছিল এলোমেলো “ঝড়”
আসতে যদি সময়মতো হতো না সে “পর”
ভাঙতো নাকো “ঘর”—
আসতে যদি সময়মতো ——–
_______________

সত্যেন মন্ডল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *