Skip to content

কবিতা-#অথচ_আমি_কালের_নর্বোধ_নিরীহ_সবি_#

০৬-০১-২০২৩
কুমিল্লা,বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#অথচ_আমি_কালের_নির্বোধ_নিরীহ_সবি_#

যে মাটির বুকে দাঁড়িয়ে সদর্পে দৌড়াই
জীবনযুদ্ধে কত নরোম তার শরীর!
রন্ধ্রে রন্ধ্রে অশ্রুসজল চোখে দুঃখ শুষে।

কত মরন লুকাই তাতে কত জীবন আসে
বিদীর্ণ চিৎকারে ঘন কুয়াশায় বা প্রশান্ত ভোরে
উপস্হিতির নিদর্শন ছুঁয়ে যায় সূর্য ওঠার প্রারম্ভে।

এই মাটির বুকেই যেতে যেতে মাইল ফলক খুঁজি
কতদূর এলাম কতদূর যাব আর!হবে ফিরতে
যেখান থেকে এসেছি নদী হয়ে সুউচ্চ পাহাড়ে।

একদিন যে মাটির বুকে কোদাল চালিয়ে
জীবন বাঁচিয়েছি সাত-সমুদ্রের ঢেউ তুলে
আজ নিরব ফাগুন আগুন নেই মাটি খুঁড়তে।

এখন মনে হয় এই মাটি কত শক্ত তার বুক
এত জীবন লুকালো এত জীবন এলো গেলো
তবুও সে তেমনি আছে আগে যেমন ছিলো।

অথচ এই আমি আজ কালের নির্বোধ
নিরীহ আজ সবি।

Pradip Bhattacharjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *