Skip to content

কবিতাগুচ্ছ

#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#পঞ্চবিংশতি_পর্ব (#জন্মদিনে)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-

১).

#জন্মদিনে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

জন্মেছিলাম বলেই এত কষ্ট পাওয়া,
বুকের ভিতর উদাস করা পাগল হাওয়া
রাত দুপুরে সুখের স্পর্শে ভেসে যাওয়া
খুব গোপনে মরণ তোমায় কাছে চাওয়া।

জন্মে ছিলাম কলকাতা,দোসরা মার্চ,ঊনিশ’শ একান্ন
সকলের ভালবাসা পেয়ে হৃদয় আজ ধন্য।
বাহাত্তর পার করে এই পড়লাম তিয়াত্তরে ,
নতুর কথা লিখতে মন টেকে না যে আর ঘরে।
জন্ম আর মৃত্যুর মাঝখানে ফাঁকটুকু করেছি যাপন,
থাকব না যখন থেকে যাবে এই অবুঝ মন,
তোমাদের আশেপাশে,
যারা আমার লেখা ভালবাসে।

—————————————————————-

২).

#কবিতার_সঙ্গে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

জীবনের শেষ প্রান্তে এসে,সঙ্গিনী হারিয়ে
তুমি কি খুব অসহায় বোধ কর নাকি?

অসহায় বোধ করার কোন সুযোগ যে নেই
কবিতা অস্থির করে রাখে।

ভাল,হতাশার মাঝে
কবিতা বুঝি আশার আলো জ্বালে?

ভাল নয় মোটে,কবিতার কামড়
যে খেয়েছে সেই জানে
কচ্ছপের কামড়ের মতো
একবার ধরলে ছাড়ে না সে আর।

তাতে ক্ষতি কী তোমার?
তবুও তুমি কবিতার কাছ থেকে
দুঃখ পাবে না কোনদিনও আর।

হয় তো তাই,তার জন্য তার কাছে
নিশ্চিন্তে রয়ে যাই,
কিংবা বলতে পার কবিতার কাছে থেকে
আরও বেশী কষ্ট পেতে চাই।

—————————————————————-

৩).

#নাম_না_জানা_পাখি
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

নাম না জানা পাখি
করছে ডাকাডাকি
মনের ভিতর

কুটোকাটা দিয়ে
খুব যত্ন নিয়ে
বানিয়ে কি ঘর

তারই ভিতর
রাখব পাখিটাকে?
যাতে সে
আপন থাকে যে
মনের ভিতর।

—————————————————————-

৪).

#সুখের_পিছে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

তাঁবুর বাইরে বিপদ অনেক
তবু আলো বাতাস দুটোই খেলে
রাত্রি এলে আঁধার নামে চোখের পাতায়
যাত্রীরা সব শান্ত হয়ে শুতেই চায়
সামনে যেন কোন উৎসব সেই অনুভব

অর্থ-কড়ি জমতে থাকে মাটির ভাঁড়ে
ছড়িয়ে পড়ে সুখের আবেশ ঘরে ঘরে
বাঁধন ছাড়া মানুষগুলি মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে
বাঁশি বাজায় রাখাল বালক গাছের নীচে
ঘুরতে থাকে দুঃখী মানুষ সুখের পিছে,
ফানুস ওড়ায় তারাই যাদের অর্থ আছে
জমানো টাকা ছাড়াও বহু নিজের কাছে।

—————————————————————-

৫).

#মহার্ঘ_জীবন
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

বে মাপে এলেই
যত বিপদের সম্ভবনা বাড়ে
ঠিক মাপে এস তবে
পাপে এলে পাপ বাড়ে
ধাপে ধাপে তাপ বাড়ে
এস তবে সোজাসুজি
না এলেই দেখ ঠিক
বিপদের সাপ বেড়ে ওঠে
না এলে
আমাকে আমার মতন করে
যাপন করতে দাও মহার্ঘ জীবন
আমি চাই সেই মন
যেখানে ধরে না মরচে
যখন তখন।

—————————————————————-

৬).

#কবি_হলে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

কবি হলে অনেক কথা
মিথ্যে বলা যায় না
সত্য কথা বলুক কবি
অনেকে তা চায় না।

সত্য কথা বলার স্বভাব
তবু কবির যায় না
কবি হলে সত্য কথা
চেপে রাখা যায় না।

—————————————————————-

৭).

#মাতৃভাষা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

এ কথা স্বীকার করতে কোন দ্বিধা নেই ,
মাতৃভাষা থাকে সব সন্তানের হৃদয় জুড়েই,
আজ এই মাতৃভাষা দিবসে ভাষাকে শ্রদ্ধা জানাই কীসে
ভেবে ‘মাতৃভাষা’ কথাটা লিখতেই আস্ত একটা দেশ
ভেসে ওঠে চোখের সামনে ,
এরচেয়ে বেশী কিছু বলা অযথা
আমার কাছে মনেহয় বাতুলতা।

কত সুখস্মৃতি মন থেকে মুছে গেছে অনায়াসে
মাতৃভাষা আছে যেন পূর্ণিমার চাঁদ হয়ে ভেসে,
কী স্নিগ্ধ মায়ার বন্ধনে,
জড়িয়ে থাকে সে হৃদয়ে ও মনে।

—————————————————————-

৮).

#চিরন্তন
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

যদি প্রকাশ করতে হয়
সেই ক্ষুদ্র চিরন্তন মুহূর্তটি
সারাজীবনেও কুলোবে না
এ’ কথা নিশ্চিত।
জীবনেরর প্রথম চুম্বনস্বাদ
মৃদু আলিঙ্গন
এই পৃথিবীর বুকে যেন
অন্য এক গ্রহের সন্মোহন।

—————————————————————-

৯).

#অভিমান
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

আমরা অনেকে মানুষই নই
মানুষ হওয়ার ভান করি,
ভিতরটা খুব নোংরা বলে
গঙ্গা জলে চান করি।

জন-দরদী মানুষ সাজতে
ধন ও সম্পদ দান করি,
কারও কাছে মান না পেলে
নিজের মনে অভিমান করি।

—————————————————————-

১০).

#নষ্ট_চাঁদ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

নষ্ট চাঁদ, চাতালে দাঁড়িয়ে একা
পেতে তার দেখা
বাইরে এসে দেখি
জলে তার ছায়া আছে পড়ে,এ কী!

পৃথিবীর মায়া কাটিয়ে সে দূরে
বসে আকাশের উদাসীন বুকে,
আমি থাকি ব্যথা নিয়ে বুকে
থাকুক সে সুখে।

—————————————————————-

১১).

#অন্তরের_ডাক
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

মেঘলা দুপুর উপুর হয়ে
যেই পড়েছে বুকের পর,
আমি কি আর থাকতে পারি
একলা বল নিজের ঘর?

নেমে আসি ঘর ছেড়ে
উদাস করা প্রান্তরে,
তাকিয়ে ভাবি চুপ করে
ডাকছে কি কেউ অন্তরে?

—————————————————————-

১২).

#প্রকৃতই
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••

তোমার সৌন্দর্য দেখে অভিভূত চাঁদ
গোপনে লজ্জায়,
পুকুরের জলে এসে ডুব দিতে চায় –
এমন এক অকৃত্রিম, নিবিড় সন্ধ্যায়।

অথচ প্রকৃতই,
ডুবতে পারে না জলে –
ভেসে থাকে
তোমাকে লুকিয়ে দেখে, মুগ্ধ হবে বলে।

—————————————————————-

শংকর ব্রহ্ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *