Skip to content

কবিতাগুচ্ছ

#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#ত্রয়োবিংশ_পর্ব (#অনর্থক)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-

১).

#অনর্থক
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

ভোরের কিনারা ছুঁয়ে ফিরে যায় রাত
এখন প্রভাত হবে,দেরী নেই আর,
এইবার অসংখ্য কথার ভিড়ে হারিয়ে যাব
সকলেই পরিচিত
কেউ কাছের,কেউ বা আবার অতি কাছের
কেউ দূরের,কেউ বা আবার অতি দূরের
তা’তে কিছু আসে যায় না,
সকলেই বলে,আমাকে দেখো,আমাকে শোনো।

কোন কোন কথা শিল্প হয়ে ওঠে,
আমি ডুবতে থাকি শিল্পের ভিতর
নিজেকে হারিয়ে ফেলি,
শেষে যখন আমি বলতে শুরু করি,
দেখি তা’রা কেউ আর নেই।

—————————————————————-

২).

#ভালবাসি
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

ভালবাসি বলতেই খুব দ্বিধা হয়
সত্যি কাউকেই ভালবাসি নাকি,
নিজেকে ছাড়া
আর কাউকেই ভালবাসা যায়
আজকাল সে’রকম মানসী কোথায়?

কেউ কেউ মোহে পড়ে কাছে আসে ঠিক
পুনরায় দ্বিধা ভরে দূরে সরে যায়,
ভালবাসি বলতেই
আজকাল খুব দ্বিধা হয়
সত্যিই কাউকেই ভালবাসি নাকি?
একান্ত আপন সে’জন কোথায়?

—————————————————————-

৩).

#পরশ_পাথর
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

মনেকর সােনার দেশ গড়তে
বিশুদ্ধ লােহার খোঁজে পথে নেমে এসেছে পরশ পাথর
কিংবা ধরাে
ছাতা বেরিয়ে পড়েছে প্রকাশ্য রাস্তায়
খালি মাথার খোঁজে
অথবা খাঁটি জহুরীর খোঁজে পথে ঘাটে বেরিয়ে পড়েছে
মূল্যবান হিরে-জহরৎ
আবার ঢাকার মসলিন খুঁজে বেড়াচ্ছে
কলকাতার নগ্ন সুন্দরী

এমন তাে হতেই পারে
কালজয়ী কবিতা সমূহ যথার্থ কবির খোঁজে
ছড়িয়ে পড়েছে অলিতে গলিতে

আবার ধরা যাক দোকানের সমন্ত জুতােরা
খুঁজে বেড়াচ্ছ পৃথিবীর নগ্ন পদগুলো

কিংবা মনেকর
কবিতার আশ্চর্য পংক্তিগুলোে যখন
ঝিলিক মেরে উঠেছে কবির মাথায়
আর ঠিক তখনই তার হাত থেকে
কেড়ে নেওয়া হল কলম
এমন তাে হতেই পারে আজকাল

ধরাে না কেন আবার
সােনার দেশ গড়তে বিশুদ্ধ লোহার খোজে
অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে পরশ পাথর।

—————————————————————-

৪).

#আছো_কেমন
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

মনে পড়ে না, এখন কিছুই মনে পড়ে না
বিস্মৃতির অতলে, সব হারিয়ে গেছে?
আমিই তোমার ছোটবেলার খেলার সাথী
মনে পড়ে না, হ্যাংলা প্যাংলা সেই ছেলেটা?
থুতনিতে তার কাঁটা দাগের সঙ্গে তোমার ছিল আড়ি।
কেঁদে ছিলে ইচ্ছে মতো ফিরে বাড়ি,
কাঁটা দাগের উৎস কোথায় খুঁজতে গিয়ে
মনে কি পড়ে, আচমকা সেই কামড়ে ধরা? পড়ল মনে, চুমু খাওয়ার শাস্তি দেওয়া?
তারপরে চোখ থুতনি ছেড়ে মাটির দিকে
নেমে এলো লজ্জাবতী লতার মতো,
হঠাৎ করে, এক ছুটে তাই ঘরে ফেরা।
এসব কথা ভুলতে গিয়ে, নতুন করে মনে পড়া, মনেকরা।

ছোট্ট বেলার সেই ছেলেটা এখন অনেক, অনেক বড়, বুড়ো এখন,
অমূল্য সেই দিনগুলো সব,কোথায় যেন হারিয়ে গেছে,
এসব কথা, জানবে না কেউ, কোনদিনও,
তুমি এখন আছো কেমন?

—————————————————————-

৫).

#বাঁচার_আনন্দ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

কাকটা ভীষণ চতুর খাবার লুকিয়ে রাখে চোখ বুজে
কিন্তু যখন ভীষণ ক্ষিদে পায় না কোথাও আর খুঁজে,
আমাদের মধ্যেও এমন কিছু উপর চালাক লোক আছে
সব কিছুকে গোপন করে নিজের কাছে একলা বাঁচে।
তাদের জন্য করুণা হয় তাদের জন্য হয়ও ভয়
নিজেকে সে করতে গোপন নিজেকেই সে করছে ক্ষয়
এমন লোকের দেখা পেলে আমায় শুধু দিয়ো খবর
মাথায় তাদের চাপিয়ে দেব সমাজের এই সকল ভর,
দেখবে কেমন ছটফটিয়ে বাঁচতে যাবে ঠিক শিখে
বাঁচার আনন্দ তার ছড়িয়ে দেবে দিক-বিদিকে।

—————————————————————-

৬)

#জোয়ার
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

বাসলে ভাল ফুটবে রঙন
মায়াবী আলোয় তোমার চোখে চোখ রেখে তার
আর ভালবাসার অবহেলায় পৃথিবী জুড়ে প্রলয় হবে,
দুঃখ ব্যথায় ফুলগুলি সব ঝরবে তখন
থাকবে শধু দীর্ঘশ্বাস আর ব্যথার পাহাড়
তোমার নিবিড় বুকটি জুড়ে।
আবার যখন বাসবে ভাল সূর্য উঠবে আকাশ ফুঁড়ে
ফুটবে অনেক রঙ বেরঙের ফুলের বাহার
পৃথিবী হবে রঙিন আবার
তখন তোমার হৃদয় জুড়ে আসবে হঠাৎ
ভালবাসার নতুন জোয়ার।

—————————————————————-

৭).

#ভাবনা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

কবিকে কেউ বললে পরে খারাপ
হয়তো খুবই দুঃখ পায় সে মনে
ভাবুক কবি ভাবতে থাকে পরে
কবিতা তার বোঝে না জনগণে।
বুঝলে পরে বলত না তো মন্দ
এ ব্যাপারে নেই কোন তার সন্দ।

কবিকে কেউ বললে পরে ভাল
কবি খুব বিব্রত বোধ করে
লজ্জ্বাবতী লতার মতো লজ্জ্বায় সে মরে।
কবিকে কেউ ভাল বললে পরে
কবি খুব বিগলিত বোধ করে
লজ্জ্বায় সে কেমন নুয়ে পড়ে।

একটু পরেই কবি
ভুলে গিয়ে সবই
মন্দ ভাল এসব কথা
নতুন করে ভাবতে বসে
কি ভাবে যে লিখবে মনের ব্যথা?

—————————————————————-

৮).

#শূন্য_হৃদয়
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

‘ভালবাসি’ বলাটা কঠিন খুব নয়
কিন্তু তার গভীরতা মেপে
মেনে বুঝে চলা
অতো কি সহজ মনে হয়?
মনে তাই জাগে কত ভয়
অথচ কথাটার মানেটা যতটা সহজ মনে হয়
অতোটা সহজ কিন্তু নয়।

শৈশবে থাকে প্রেম শুধু সপ্নময়
যৌবনে সেই প্রেম কামগন্ধময়
যৌবন পেরোলে প্রেম পুনরায় হয় মধুময়
প্রেমের সন্ধানে তাই ফেরে এই শূন্য হৃদয়।

—————————————————————-

৯).

#বৃষ্টির_ঠিকানা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

তুমি এক নির্বোধ তাই ভাব গোলাপটা লাল
এর চেয়ে সতেজ সবুজ কোন ফুল
তুমি দেখেছ কোথাও

সমস্ত জীবন যার বুক জুড়ে সমুদ্র আকাশ
তাকে তুমি স্বাভাবিক গলায় শেখাও
ভালবাসা হীনতাই পাপ
তুমি এক আহাম্মক
তাই আজও ভালবাসা মান
গোলাপের সাথে কর রমনীর ঠোঁটের তুলনা
সদরে দাঁড়িয়ে বল আকাশের রঙ ঘন নীল
আকাশটা নীল এ কি কোন বিশেষ সংবাদ
তর্ক থাক
রঙ বলে আকাশের কোন কিছু নেই
যা আছে তা হল বৃষ্টির ঠিকানা
বৃষ্টির মত কোন ভালবাসা নেই
যা সময়ে ঝরে যাবে ফসল ফলাবে

—————————————————————-

১০).

#পথের_নিশানা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

বুকের ভিতর কত ফুটছে যে ফুল অবিরত
কোনটা ব্যথার তার
কোনটা আবার ভালবাসার তা বুঝি না তো।

ভালবাসার ফুটলে মুকুল
তার একটু যত্ন নিয়ো
যত্ন ছাড়া ভালবাসাও উজ্জ্বলতা হারায়।

ভালবাসা কা’কে বলে তাই নিয়ে ভাবি কতো,
এ’জিনিষ যে পায়,সে-ও বোঝে না তো
যে দেয় সে-ও খুব কষ্ট পেয়ে থাকে জানা,
ভালবাস যাকে তা কি শুধু কামনার ফুল
নাকি ক্রান্তিদর্শী মানুষের পথের নিশানা?

—————————————————————-

১১).

#গোপন_ইচ্ছে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

রাত দুপুরের কষ্টগুলো পেরিয়ে এলেই বন্ধু পাবে
প্রিয় নারীর সঙ্গে তোমার দিন দুপুরে দেখা হবে
দুঃখ নিয়ে যে সব মানুষ বিবাগী হয়ে ঘুরে বেড়ায়
তারাও তোমার বন্ধু হবে
হাসতে হাসতে তোমার দিকে হাত বাড়াবে।

তুমিই তখন খেলার ছলে প্রেম শেখাবে প্রেমিকাকে,
বারদুয়ারী – আকাদেমী এ’সব ভাল
তার চেয়েও আরও ভাল, দুঃখে কষ্টে ডুবে গিয়েও
মনের ভিতর গোপন ভাবে বেঁচে থাকার ইচ্ছেগুলো।

—————————————————————-

১২).

#তোমার_জন্য
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••

সারাটা দিন ব্যস্ত কাজে
রাত্রিবেলা হও উদয়,
তারপরে রাত বাড়তে থাকে
কথা তবু হয় না ক্ষয়।

তুমি আমার মিষ্টি সোহাগ
তুমি আমার গোপন সুখ,
তোমার সাথে আর কিছু নয়
কথা বলেই ভরলো বুক।

তুমি আমার কান্ডারী হও
তুফান যখন চরমে,
সে’কথা আজ জানি বলেই
মরে থাকি মরমে।

আমায় খুলে বল দেখি,
তোমার মতন সুজনসখি
কখনও আর পাব নাকি?
প্রশ্ন করি সরমে।

—————————————————————-

শংকর ব্রহ্ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *