Skip to content

কবিতাগুচ্ছ

#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#দ্বাবিংশ_পর্ব (#নিজের_ভিতর_আগুন_পোষো)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-

১).

#নিজের_ভিতর_আগুন_পোষো
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

যার ভিতরে আগুন আছে
সে একা একাই জ্বলবে নিজে
এবং সব কিছুকে জ্বালিয়ে দেবে
এটাই নিয়ম
মশাল হাতে ছুটবে আগে
নিভন্ত দীপ জ্বলিয়ে দিতে
নিয়ম ভেঙে গড়বে নিয়ম নতুন ভাবে।

এবার থেকে নিজের ভিতর আগুন পোষ
অভিজ্ঞতা অস্থিরতা
বশ মানিয়ে সঠিক ভাবে
তীক্ষ্নতম প্রতিবাদের ভাষায় এবার
আঘাত হানো।

কঠিনতম রাত্রি এখন আমার দেশে
কু শিক্ষা আর অজ্ঞানতার অন্ধকারে
ডুবে আছে দেশের মানুষ
দেশের মাটি
আগুন যাদের জ্বালার কথা
দেখছি এখন তাদের হাতের প্রদীপ গুলো
নি ভ ন্ত সব
নি ভ ন্ত দীপ জ্বালিয়ে দিতে
এবার থেকে নিজের ভিতর আগুন পোষো।

—————————————————————-

২).

#ঘর
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ঘরের ভিতর আর একটা ঘর
আমার জন্য
ঘরের ভিতর বাইরে আর একটা ঘর
তোমার জন্য
আর একটা ঘর তোমার জন্য আমার ভিতর
অন্ধকার আর আলোর ভিতর
তোমার জন্য আর একটা ঘর
মধ্যরাতে ঘর বদলের খেলা চলে
ভিতর ঘরে অন্ধকার আর
বাইরে তখন জ্যোৎস্না দোলে
আমার ভিতর কেউ কি দোলে
অন্ধকারে চোখ কি জ্বলে?

হয়তো তখন আমিষ গন্ধে ঘর ভরেছে
নতুন করে ঘর গড়েছে
আর এক ভ্রূণ তোমার ভিতর
হয়তো তখন আমার ভিতর
অন্ধকার আর আলোর প্রহর।

—————————————————————-

৩).

#বইমেলা
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

বইমেলায় গেলে আজকাল
কেমন এক
বিষাদের ছোঁয়া লাগে মনে |

পুরনো বন্ধুরা নেই অনেকেই,
যারা আছে
তারা সব না থাকরই মতো –
নির্বান্ধব লাগে খুব |
নতুন বন্ধু কিছু জুটে যায় বটে
তবু তার স্বাদ
যেন আলুনিই থাকে |

বইমেলায় যেতে তাই আজকাল
আগ্রহ জাগে না আর
যেমন জাগত মনে আগে |

সবকিছু বদলে গেছে যেন
পাল্টে গেছে
বইমেলার পুরনো আবহ ।

নাকি শুধু, বদলে গেছি আমি?

—————————————————————-

৪).

#হিমবাহ
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

সহজ হও আরও সহজ হও শুনে শুনে
একেবারে জলের মতো সহজ হয়ে গেছি
যে পাত্রে রাখবে এবার তার আকার নেব।

যদি আরও বেশী সহজ হতে বল
তবে আমি পাত্র ছেড়ে
বাস্প হয়ে উড়ে যাব দূরে
তারপর কোথায় হারাব
আর খুঁজে পাবে না তুমিও।

তারপর একদিন হিমবাহ হয়ে
ঝাঁপিয়ে পড়ব ঠিক তোমারই উপর।

—————————————————————-

৫).

#যেতে_যদি_এভাবেই_হয়
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

[ প্রীত মানে না জাত কুজাত
ভুখ মানে না বাসী ভাত। ]

প্রভু আমার মিথ্যে স্বপ্ন ভেঙে যাচ্ছে
ভাববিলাসী অহংকারী জাহাজগুলো
ডুবে যাচ্ছে সমুদ্রের গভীর খাড়িতে
গভীর সংশয়ে কেবলই রক্তপাত
আর সর্বনাশের ভয়ে
হাত পা ক্রমশই ঢুকে যাচ্ছে নিজের ভিতর।

ভাল বাসতে বাসতে
দিন দিন আসক্তি কমে আসছে ভালবাসায়
পাহাড় থেকে গড়িয়ে নামছে
ধ্বস ও শীতার্ত বাতাস।

এইবার ঘরে ফেরো
বলে আর ডাকছে না কেউই
এমন কি প্রভু তুমি নিজেও না।

যেতে যদি এ ভাবেই হয়
বেপরোয়া বলে যাব তবে যা যা আছে মনে
পৃথিবীকে আরও বেশী ঋণী করে
রেখে যাব মানবের কাছে।

—————————————————————-

৬).

#পরবাসী
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

অই যে রমণী
পরনে রয়েছে ছেঁড়া ত্যানা
এ কেবল তার গ্লানি
আমাদের নয়?

অই যে যুবক, বেকারত্বে ভুগে
আত্ম হনন বেছে নিল
এ কেবল তার ব্যথা
আমাদের নয়?

অই যে শিশুটি
অনাহারে মারা গেল কাল
এ কেবল তার ক্ষতি
আমাদের নয়?

ওরা বুঝি আমাদের কেউই নয়
আমাদের পাশাপাশি, কিছুকাল ছিল
পরবাসী হয়ে?

—————————————————————-

৭).

#যাব_নাকি_ঘর_ছেড়ে
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

বাইরে যখন তুমুল হাওয়া
এমন সময় যায় কি যাওয়া
ঘর ছেড়ে?
অন্ধকারে পড়ছে যে বাজ
বাইরে তোমায় এমন কি কাজ
নেয় কেড়ে?

ঘরের ভিতর একলা আমি
বাইরে গেছে আমার স্বামী
ঘাড় নেড়ে।
আসছে হাওয়া আসছে ঝড়
পড়বে নাকি চালার ঘর
ঝুপ করে?

এমন সময় যাব নাকি ঘর ছেড়ে?

—————————————————————-

৮).

#খেলা
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

আজকাল কবিতা লিখতে গিয়ে
তাকে নিয়ে ভাবি কত কথা
অথচ আসে না কবিতা
শব্দরা খেলে শুধু আমাকে নিয়েই

শব্দের সাথে খেলা ভাল লাগে বেশ
আর তার রেশ
যেন থাকে সারাবেলা।

এই ভাবে কেটে যায় কবির সময়
খেলা করে সাথে তার
কেন তবু বারবার
ধরতে না পেরে তাকে
আর কি তা ভাল লাগে?
কবিতা হারাবে ভেবে মনে ভয় জাগে।

কবিতা লিখতে গিয়ে ভাবছি এখন
ভাববো না কথা তার
দেখি তাতে খেলা জমে কি না আর
কতখানি ভাল লাগে তার?

—————————————————————-

৯).

#সত্যি_মিথ্যা
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

তুড়ি মেরে উড়িয়ে দেবে সব সততা
এতই সহজ?
> সমস্ত জ্ঞান মিথ্যে বলে প্রমানিত <
লেবেল এঁটে দিলেই হলো?

আজকে যাকে মিথ্যে বলে উড়িয়ে দিলে
কাল যে সেটা মিথ্যে রবে
এমন তো নয়?
পৃথিবীটা ঘুরছে সেটা প্রমাণ হতে
কত সময় গড়িয়ে গেল
তবু তো সেটা কালে কালে প্রমাণ হলো।

তুড়ি মেরে উড়িয়ে দেবে
সততা তেমন পাখি তো নয়,
সমস্ত জ্ঞান মিথ্যে সেটা প্রমাণ কর
না হয় পরে লেবেল এঁটে ঝুলিয়ে দিও
জ্ঞানীর মাথায়।

—————————————————————-

১০).

#বরফ_কঠিন
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

আমিই শহীদবেদীর পাশে
পুঁতে রেখে এসেছিলাম
মিছিল শেষের রঙিন পতাকা,
তারপর ফিরে গিয়ে আর খুঁজে পাইনি তা।

এখন ক্ষিদে আর ক্লান্তি
সব কিছুর সার কথা যেন,
এখন আর কোন কথা নয়।

এখন সমস্ত কথারা
জমে জমে নিরেট পাথর,
কেবল বরফ যেন।

আমদের মধ্যে কে যে
সেই পতাকা গোপনে বয়ে বেড়াচ্ছে,
এখন আর কোন কথা নয়
সমস্ত সময় জুড়ে,পল-অনুপল
কেবল বরফ ভেঙে জল।

—————————————————————-

১১).

#চাওয়া
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

চারিদিকে প্রতিভার এত ছড়া ছড়ি
দেখে চোখ ছানাবড়া
কি যে আমি করি
অন্ধকারে বসে একা আমি হাঁপ ছাড়ি।

প্রতিভা মানেই তো ধাঁধানো দু চোখ
নিজেদের ভাবে ওরা সেলিব্রেটি লোক
চোখ কান খোলা রেখে
বুঝে গেছে লোক।

এত সব প্রতিভা না হলেও চলে
ভাল লোক দু একজন
চায় যে সকলে
প্রতিভার ভারে সব দিশে হারা আজ
ভুলে যায় নিজেদের করণীয় কাজ।

ভাল লোক চাইলেই পাওয়া যায় নাকি?
আমি তাই সকলের দিকে চেয়ে থাকি।

—————————————————————-

১২).

#গ্রীষ্মকাল
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

গ্রীষ্মকাল এলেই আমার খুব
কৃষ্ণচূড়া ফুলের কথা মনে পড়ে
আর মনে পড়ে
লাল স্কার্ট পরা সেই কৃষ্ণার কথা
যে আমাকে তৃষ্ণার্ত রেখেছিল
সারা গ্রীষ্মকাল।
আর তৃষ্ণার কথা ভাবলেই
মনেপড়ে যায় জল ভর্তি কালোকুজোর কথা
যাকে আমার মাঝে মাঝে কৃষ্ণা বলে
ভুল হয়ে যায়।

ভালবাসার কথা ভাবলেই
জীবনে আমার গ্রীষ্মকাল এসে যায়।

—————————————————————-

শংকর ব্রহ্ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *